Author : Vivek Mishra

Published on Mar 24, 2025 Updated 0 Hours ago

নিজের প্রচারণার প্রতিশ্রুতি পূরণ করে ট্রাম্প প্রশাসন ও নীতির প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইও জারি করেছেন

ট্রাম্পের কার্যনির্বাহী আদেশ: একটি মূল্যায়ন

ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী এবং বিশ্লেষকরা আগের তুলনায় অনেক বেশি করে সাংবিধানিক সঙ্কট’ শব্দটির সম্মুখীন হয়েছেন এক্সিকিউটিভ অর্ডারস বা কার্যনির্বাহী আদেশ (ইও) এবং প্রেসিডেন্টের নির্দেশিকা এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাঁর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০টি ইও-তে স্বাক্ষর করেন। তাঁরর দ্বিতীয় মেয়াদের মাত্র এক মাসের মধ্যেই ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্প ৭৩টি ইও, ২৩টি ঘোষণাপত্র এবং ১২টি মউ-তে স্বাক্ষর করেছেন অর্থাৎ মোট ১০৮টি কার্যনির্বাহী পদক্ষেপ নিয়েছেন। জর্জ ওয়াশিংটনের পর থেকে প্রত্যেক প্রেসিডেন্ট ইও স্বাক্ষর করেছেন এবং আধুনিক প্রেসিডেন্টের সময়কালে সেই মাত্রা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদেপ্রথম ১০০ দিনে সর্বোচ্চ সংখ্যক ইও স্বাক্ষর করার ক্ষেত্রে সকলকে ছাপিয়ে গিয়েছেন।

মার্কিন রাজনৈতিক পরিসরে ইও, বিশেষ করে প্রেসিডেন্টের ব্যবস্থার প্রেক্ষাপটে সর্বদা গুরুত্বপূর্ণ থেকেছে। কিন্তু এই বছরের ২০ জানুয়ারি কার্যালয়ের ভার গ্রহণ করা দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের প্রেক্ষিতে এটি গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্টের জন্য ইও জারি করার আইনি ভিত্তি মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে নিহিত, যা সরকারের কার্যনির্বাহী শাখার সূচনা ঘটায় এবং প্রেসিডেন্টের উপর আইনগুলি বিশ্বস্ততার সঙ্গে যেন কার্যকর করা হয়, তা সুনিশ্চিত করা ক্ষমতা ন্যস্ত করে। নিজের প্রচারের প্রতিশ্রুতি পূরণ করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন নীতির প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইও জারি করেছেন, যা বাইডেন প্রশাসনের তরফে জারি করা নীতিগুলির সম্পূর্ণ বিপরীতমুখী।

প্রেসিডেন্টের জন্য ইও জারি করার আইনি ভিত্তি মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে নিহিত, যা সরকারের কার্যনির্বাহী শাখার সূচনা ঘটায় এবং প্রেসিডেন্টের উপর আইনগুলি বিশ্বস্ততার সঙ্গে যেন কার্যকর করা হয়, তা সুনিশ্চিত করার ক্ষমতা ন্যস্ত করে।

ট্রাম্প প্রশাসন মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের উদ্ধৃতি তুলে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্যনির্বাহী বিভাগের বাধ্যবাধকতাকে ন্যায্যতা দিয়েছে। ক্রমকথা স্পষ্ট হয়ে উঠছে যে, মার্কিন সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্স’ বা ‘নিরীক্ষণমূলক প্রক্রিয়া’ শুরু হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু কার্যনির্বাহী পদক্ষেপকে চ্যালেঞ্জ করে মামলা আদালত অবধি গড়াতে পারে। কিছু ইও-র উপর স্থগিতাদেশ দেওয়া হতে পারে এবং কিছু বাস্তবায়ন ঘটানো হবে। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার এক মাস পর স্বাক্ষরিত ইও এবং সেগুলির প্রভাব সম্পর্কে পর্যালোচনা করার সময় এসেছে।

সারণি ১: ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্পের কার্যনির্বাহী আদেশের অবস্থা

বাস্তবায়ন প্রক্রিয়া চলছে

মামলার অধীনে

কোর্ট দ্বারা স্থগিতাদেশ প্রাপ্ত (সাময়িক)

বাস্তবায়িত / নিষ্পন্ন হয়েছে (কার্যকর)

 

 

 

গ্যারান্টিং দ্য স্টেটস প্রোটেকশন এগেন্সট ইনভেশন

রিস্টোরিং নেমস দ্যাট অনর আমেরিকান গ্রেটনেস

 

 

 

ডেজিগনেটিং কার্টেলস অ্যান্ড আদার অর্গানাইজেশনস অ্যাজ ফরেন টুরিস্ট অর্গানাইজেশনস অ্যান্ড স্পেশ্যালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্টস 

 

 

 

রিফর্মিং দ্য ফেডেরাল হায়ারিং প্রসেস অ্যান্ড রিস্টোরিং মেরিট টু গভর্নমেন্ট সার্ভিস

 

 

 

 

 

এন্ডিং র‍্যাডিকাল অ্যান্ড ওয়েস্টফুল গভর্নমেন্ট ডিইআই প্রোগ্রামস অ্যান্ড প্রেফারেন্সিং

 

ডিফেন্ডিং উইমেন ফ্রম জেন্ডার আইডিওলজি এক্সট্রিমিজম অ্যান্ড রিস্টোরিং বায়োলজিক্যাল ট্রুথ টু দ্য ফেডারেল গভর্নমেন্ট

 

 

 

 

এস্টাবলিশিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য প্রেসিডেন্টস ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’

 

 

আমেরিকা ফার্স্ট পলিসি ডিরেক্টিভ টু দ্য সেক্রেটারি অফ স্টেট

 

 

 

 

 

 

প্রোটেক্টিং দি ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেররিস্টস অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস 

আনলিশিং আলাস্কাজ এক্সট্রা অর্ডিনারি রিসোর্স পোটেনশিয়াল 

 

 

 

প্রোটেক্টিং দ্য আমেরিকান পিপল এগেনস্ট ইনভেশন

 

 

 

 

 

 

দি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওসিইডি) গ্লোবাল ট্যাক্স ডিল (গ্লোবাল ট্যাক্স ডিল) 

 

 

 

অর্গানাইজেশন অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যান্ড সাবকমিটিজ 

রিইভ্যালুয়েটিং অ্যান্ড রিঅ্যালাইনিং ইউনাইটেড স্টেটস ফরেন এড 

 

 

 

 

টেম্পোরারি উইথড্রয়াল অফ অল এরিয়াজ অন দ্য আউটার কন্টিনেন্টাল শেলফ ফ্রম অফশোর উইন্ড লিজিং অ্যান্ড রিভিউ অফ দ্য ফেডেরাল গভর্নমেন্টস লিজিং অ্যান্ড পারমিটিং প্র্যাক্টিসেস ফর উইন্ড প্রজেক্টস 

 

 

ডিক্লেয়ারিং আ ন্যাশনাল এনার্জি এমারজেন্সি 

 

 

 

রিস্টোরিং অ্যাকাউন্টেবিলিটি ফর কেরিয়ার সিনিয়র এক্সিকিউটিভস 

 

 

 

প্রোমোটিং বিউটিফুল ফেডেরাল সিভিক আর্কিটেকচার 

 

 

 

 

 

 

রিস্টোরিং দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড প্রোটেক্টিং পাবলিক সেফটি 

পুটিং পিপল ওভার ফিশ: স্টপিং র‍্যাডিকাল এনভায়রনমেন্টালিজম টু প্রোভাইড ওয়াটার টু সাদার্ন ক্যালিফোর্নিয়া 

 

 

 

সিকিউরিং আওয়ার বর্ডারস

 

প্রোটেক্টিং দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ আমেরিকান সিটিজেনশিপ 

 

 

 

রিঅ্যালাইনিং দি ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশনস প্রোগ্রাম 

 

আনলিশিং আমেরিকান এনার্জি

 

 

 

ক্ল্যারিফাইং দ্য মিলিটারিজ রোল ইন প্রোটেক্টিং দ্য টেরিটরিয়াল ইন্টিগ্রিটি অফ দি ইউনাইটেড স্টেটস 

 

 

 

আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি 

 

 

 

 

 

 

মেমোরেন্ডাম টু রিজলভ দ্য ব্যাকলগ অফ সিকিউরিটি ক্লিয়ারেন্সেস ফর এক্সিকিউটিভ অফিস অফ দ্য প্রেসিডেন্ট পারসোনেল 

ডিক্লেয়ারিং এমার্জেন্সি অ্যাট দ্য সাদার্ন বর্ডার অফ দ্য ইউনাইটেড স্টেটস 

 

 

 

হোল্ডিং ফর্মার অফিশিয়ালস অ্যাকাউন্টেবল ফর ইলেকশন ইন্টারফেয়ারেন্স অ্যান্ড ইমপ্রপার ডিজক্লোজার অফ সেনসিটিভ গভর্নমেন্টাল ইনফর্মেশন (জনসাধারণের জন্য বিশদ তথ্য উপলব্ধ নয়)

 

 

 

 

রিস্টোরিং অ্যাকাউন্টেবিলিটি টু পলিসি-ইনফ্লুয়েন্সিং পজিশনস উইদিন দ্য ফেডেরাল ওয়ার্কফোর্স

 

 

উইথড্রয়িং দি ইউনাইটেড স্টেটস ফ্রম দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (অন্তিম প্রত্যাহারের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি মাসে)

 

 

 

 

অ্যাপ্লিকেশন অফ প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভার্সারি কন্ট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট টু টিকটক

 

 

 

 

 

গ্রান্টিং পার্ডনস অ্যান্ড কমিউটেশন অফ সেন্টেন্সেস ফর সার্টেন অফেন্সেস রিলেটিং টু দ্য ইভেন্টস অ্যাট অর নিয়ার দ্য ইউনাইটেড স্টেটস ক্যাপিটল অন জানুয়ারি ০৬,২০২১

 

 

 

পুটিং আমেরিকা ফার্স্ট ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টস (আমেরিকা আনুষ্ঠানিক ভাবে প্যারিস চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং ইউএনএফসিসিসি-র অধীনে করা সমস্ত মার্কিন আর্থিক প্রতিশ্রুতি বাতিল করা হয়েছে)

ডেলিভারিং এমার্জেন্সি প্রাইস রিলিফ ফর আমেরিকান ফ্যামিলিজ অ্যান্ড ডিফিটিং দ্য কস্ট-অফ-লিভিং ক্রাইসিস

 

 

 

 

 

 

হায়ারিং ফ্রিজ

 

 

 

রেগুলেটরি ফ্রিজ পেন্ডিং রিভিউ

রিটার্ন টু ইন-পার্সন ওয়ার্ক

 

 

 

এন্ডিং দি ওয়েপনাইজেশন অফ দ্য ফেডেরাল গভর্নমেন্ট

 

 

 

রিস্টো্রিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এন্ডিং ফেডেরাল সেন্সরশিপ

 

 

 

ইনিশিয়াল রেসিশনস অফ হার্মফুল এক্সিকিউটিভ অর্ডারস অ্যান্ড অ্যাকশনস

 

 

 

 

 

 

ফ্লাইং দ্য ফ্ল্যাগ অফ দি ইউনাইটেড স্টেটস অ্যাট ফুল-স্টাফ অন ইনগরেশন ডে

প্রেসিডেন্ট ট্রাম্প ডেজিগনেটস চেয়ারমেন অ্যান্ড অ্যাক্টিং চেয়ারমেন  (প্রশাসন অবশিষ্ট শূন্যপদ পূরণের জন্য ব্যক্তিদের মনোনীত করবে এবং ফেডেরাল সংস্থাগুলিতে তার নেতৃত্বকে সুদৃঢ় করার জন্য সেনেটের অনুমোদন চাওয়ার বিষয়টি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে নিশ্চিতকরণের  প্রক্রিয়া অব্যাহত রয়েছে।)

 

 

 

প্রেসিডেন্ট ট্রাম্প অ্যানাউন্সেস ক্যাবিনেট অ্যান্ড ক্যাবিনেট লেভেল অ্যাপয়েন্টমেন্টস (নিশ্চিতকরণের  প্রক্রিয়া অব্যাহত রয়েছে)

 

 

 

 

 

 

কিপিং আমেরিকানস সেফ ইন এভিয়েশন

 

 

 

এন্ডিং ইললিগ্যাল ডিস্ক্রিমিনেশন অ্যান্ড রেস্টোরিং মেরিট-বেসড অপারচুনিটি

নমিনেশনস ট্রান্সমিটেড টু দ্য সেনেট (নিশ্চিতকরণের  প্রক্রিয়া অব্যাহত রয়েছে)

 

 

 

 

 

 

এক্সিকিউটিভ গ্রান্ট ফর ক্লেমেন্সি ফর অ্যান্ড্রিউ জাবাভস্কি

ডেজিগনেশন অফ আনসার আল্লাহ অ্যাজ আ ফরেন টেররিস্ট অর্গানাইজেশন

 

 

 

 

 

 

এক্সিকিউটিভ গ্রান্ট অফ ক্লেমেন্সি ফর টেরেন্স সাটন

ফেডেরাল রিকগনিশন অফ দ্য লুম্বি ট্রাইব অফ নর্থ ক্যারোলিনা

 

 

 

 

 

 

স্ট্রেনদেনিং আমেরিকান লিডারশিপ ইন ডিজিটাল ফিন্যানশিয়াল টেকনোলজি

ডিক্লাসিফিকেশন অফ রেকর্ডস কনসার্নিং দি অ্যাসাসিনেশনস অফ প্রেসিডেন্ট জন এফ কেনেডি (২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মধ্যে আর্কিভিস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় শ্রেণিবিভাগ সংক্রান্ত পরিকল্পনা জমা দিয়েছেন। ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন (এনএআরএ) অবশিষ্ট শ্রেণিবদ্ধ নথিগুলি জনসাধারণের জন্য প্রকাশের সুবিধার্থে সক্রিয় ভাবে পর্যালোচনা করছে)

 

 

 

 

 

 

প্রেসিডেন্টস কাউন্সিল অফ অ্যাডভাইজারস অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি

রিমুভিং ব্যারিয়ারস টু আমেরিকান লিডারশিপ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

 

 

 

কাউন্সিল টু অ্যাসেস দ্য ফেডেরাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি

 

 

 

এনফোর্সিং দ্য হাইড অ্যামেন্ডমেন্ট

 

 

 

মেমোরেন্ডাম ফর দ্য সেক্রেটারি অফ স্টেট, দ্য সেক্রেটারি অফ ডিফেন্স, দ্য সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট

 

 

 

দি আয়রন ডোম ফর আমেরিকা

 

 

 

প্রায়োরাটাইজিং মিলিটারি এক্সেলেন্স অ্যান্ড রেডিনেস

 

 

 

রিস্টোরিং আমেরিকাজ ফাইটিং ফোর্স

 

 

 

রিইনস্টেটিং সার্ভিস মেম্বারস ডিসচার্জড আন্ডার দ্য মিলিটারি্জ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ম্যান্ডেট

 

 

 

 

 

প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম কেমিক্যাল অ্যান্ড সার্জিক্যাল মিউটিলেশন

 

এক্সপ্যান্ডিং এডুকেশনাল ফ্রিডম অ্যান্ড অপারচুনিটিজ ফর ফ্যামিলিজ

 

 

 

সেলিব্রেটিং আমেরিকাজ ২৫০থ বার্থডে

 

 

 

এক্সপ্যান্ডিং মাইগ্রেন্ট অপারেশনস সেন্টার অ্যাট নেভাল স্টেশন গুয়ান্তানামো বে টু ফুল ক্যাপাসিটি

 

 

 

প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প সাইনড এস.৫ ইনটু ল

 

 

 

অ্যাডিশনাল মেজারস টু কমব্যাট অ্যান্টি-সেমিটিজম

 

 

 

ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অফ এভিয়েশন সেফটি

 

 

 

ইমপোজিং ডিউটিজ টু অ্যাড্রেস দ্য ফ্লো অফ ইললিসিট ড্রাগস অ্যাক্রস আওয়ার নর্দার্ন বর্ডার

 

 

 

ইমপোজিং ডিউটিজ টু অ্যাড্রেস  দ্য সিচুয়েশন অ্যাট আওয়ার সাদার্ন বর্ডার

 

 

 

ইমপোজিং ডিউটিজ টু অ্যাড্রেস দ্য সিন্থেটিক ওপিওয়েড সাপ্লাই চেন ইন দ্য পিপলস রিপাবলিক অফ চায়না

 

 

 

 

 

 

আমেরিকান হার্ট মান্থ, ২০২৫

 

 

 

কেরিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন মান্থ, ২০২৫

আ প্ল্যান ফর এস্টাবলিশিং এ ইউনাইটেড স্টেটস সভরিন ওয়েলথ ফান্ড

 

 

 

ন্যাশনাল সিকিউরিটি প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম/এনএসপিএম-২

 

 

 

উইথড্রয়িং দি ইউনাইটেড স্টেটস ফ্রম অ্যান্ড এন্ডিং ফান্ডিং টু সার্টেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস অ্যান্ড রিভিউয়িং ইউনাইটেড স্টেটস সাপোর্ট টু অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস

 

 

 

কিপিং মেন আউট অফ উইমেন’স স্পোর্টস

 

 

 

মেমোরেন্ডাম ফর দ্য হেডস অফ এক্সিকিউটিউভ ডিপার্টমেন্ট অ্যান্ড এজেন্সিজ

 

 

 

এরাডিক্যাটিং অ্যান্টি-ক্রিশ্চিয়ান বায়াস

 

 

 

ইমপোজিং স্যাংশনস অন দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট

 

 

 

 

 

 

এস্টাব্লিশমেন্ট অফ দ্য হোয়াইট হাউস ফেথ অফিস

অ্যাড্রেসিং এগ্রেজিয়াস অ্যাকশনস অফ দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা

 

 

 

 

 

 

গালফ অফ আমেরিকা ডা, ২০২৫

এন্ডিং প্রোকিওরমেন্ট অ্যান্ড ফোর্সড ইউজ অফ পেপার স্ট্রজ

 

 

 

এলিমিনেটিং দ্য ফেডেরাল এক্সিকিউটিভ ইনস্টিটিউট

 

 

 

পজিং ফরেন কোরাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট এনফোর্সমেন্ট টু ফারদার আমেরিকান ইকোনমিক অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি

 

 

 

অ্যাডজাস্টিং ইমপোর্টস অফ স্টিল ইনটু দি ইউনাইটেড স্টেটস

 

 

 

 

 

 

ইমপ্লিমেন্টিং দ্য প্রেসিডেন্ট’স ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ ওয়ার্কফোর্স অপ্টিমাইজেশন ইনিশিয়েটিভ (পর্যায়ক্রমিক ভাবে পদক্ষেপ করা হচ্ছে)

 

 

 

প্রেসিডেন্ট ট্রাম্প অ্যানাউন্সেস দ্য প্রেসিডেন্ট’স ইন্টেলিজেন্স অ্যাডভাইজারি বোর্ড

অ্যাডজাস্টিং ইমপোর্টস অফ অ্যালুমিনিয়াম ইনটু দি ইউনাইটেড স্টেটস

 

 

 

 

 

 

ওয়ান ভয়েস ফর আমেরিকা’স ফরেন রিলেশনস

 

 

 

এস্টাবলিশিং দ্য প্রেসিডেন্ট’স মেক আমেরিকা হেলথি এগেইন কমিশন

 

 

 

এস্টাবলিশিং দ্য ন্যাশনাল এনার্জি ডমিন্যান্স কাউন্সিল

কিপিং এডুকেশন অ্যাকসিসেবল অ্যান্ড এন্ডিং কোভিড-১৯ ভ্যাকসিং ম্যান্ডেটস ইন স্কুলস

 

 

 

 

 

 

প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প অ্যাপ্রুভস কেন্টাকি এমার্জেন্সি ডিক্লেয়ারেশন

এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি ফর অল এজেন্সিজ

 

 

 

এক্সপ্যান্ডিং অ্যাকসেস টু ইন ভিট্রো ফার্টিলাইজেশন

 

 

 

সূত্র: মালাইকা থাপার, যুবরাজ সিং এবং কাশভি  চৌধুরী দ্বারা বিভিন্ন উৎস থেকে সঙ্কলিত

সরকারের অন্যান্য শাখার উপর কার্যনির্বাহী বিভাগের ক্ষমতা প্রয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট ইও-কে একটি কার্যকর সাধনী হিসেবে ব্যবহার করেছেন। ট্রাম্পের জন্য, তাঁর দ্বিতীয় মেয়াদে এটি অন্য দুটি শাখার সাথে, বিশেষ করে বিচার বিভাগের সঙ্গে একটি প্রতিযোগিতামূলক পথের সূচনা করতে পারে। বেশ কয়েকটি ইও নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কিছু ইও বাতিল করা হয়েছেতাই এই সমস্ত ক্ষেত্রে আইনসভা কী ভূমিকা পালন করে, তা দেখার বিষয়। শেষ পর্যন্ত, ইও আইন প্রণয়নে কংগ্রেসের প্রক্রিয়াকে প্রতিস্থাপন করতে পারে না। কংগ্রেসই একমাত্র প্রেসিডেন্টের ভেটোকে অগ্রাহ্য করার ক্ষমতা রাখে।

এখন এটাই দেখার যে, সরকারের অন্য দুটি শাখা ট্রাম্প প্রশাসনের একগুচ্ছ ইও-কে – যা একটি দেশ হিসেবে আমেরিকার মৌলিক প্রকৃতিকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ভাবেই পরিবর্তন করতে পারে – আদৌ নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য বজায় রাখতে পারে কি না।

 


বিবেক মিশ্র অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.